এম এ মান্নান:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে নব নির্বাচিত সাংবাদিক নেতাদের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। জানা যায়, কমিটি গঠনের সময় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জুয়েল আরেং এমপি উপস্থিত ছিলেন। এমপির উপস্থিতিতে মোহাম্মদ শাহ্ আলম (দৈনিক প্রভাতি খবর)কে সভাপতি ও জোটন চন্দ্র ঘোষ (ডেইলি অবজারভার, যায়যায়দিন, বাংলা টিভি ও দৈনিক স্বদেশ সংবাদ)কে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাইফ জামান (ঢাকা প্রতিদিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক শুভাশীষ সরকার শুভ (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু (বাংলাদেশ প্রতিদিন), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক ভোরের সময়), তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম. এ খালেক (এশিয়ান টিভি), সম্মানিত সদস্য এম. এ হামিদ (বজ্রশক্তি), দুলাল রায় (দৈনিক সকালের দুনিয়া) ও এম. এ মালেক (চ্যানেল এস)।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, ওসি মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চয়ন কুমার সরকার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান, ওয়ারিছ উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন, আবু নাসের সরকার প্রমুখ। উল্লেখ্য, এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন, বিভিন্ন মহলের অভিনন্দন
