এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর ইউএনওর পদ ও ছবি ব্যবহার করে ফ্যাক আইডি খোলায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে থানায় জিডি করা হয়েছে। আজ বুধবার ফুলপুর ইউএনও শীতেষ চন্দ্র সরকার ওই জিডি করেন।
জানা যায়, ছবি ও পদ ফুলপুর ইউএনও শীতেষ চন্দ্র সরকারের হলেও নাম দেওয়া হয়েছে রতন সরকার। এছাড়া ওই আইডি ভিজিট করে দেখা যায়, ফুলপুর ইউএনওর ব্যক্তিগত ও অফিসিয়াল ছবিতে ভরপুর। পরে তিনি সঙ্গে সঙ্গে তার নিজ নামীয় আইডি থেকে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, আমার ছবি ব্যবহার করে আরেকজন আইডি চালাচ্ছে!!! আজ নজরে এলো। এই ভুয়া আইডি থেকে আমার নামে কোন আপত্তিকর কিছু পোস্ট করলে আমি দায়ী নই। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন সবাই মিলে এই আইডির বিপক্ষে রিপোর্ট করি।
ফুলপুর ইউএনওর ছবি ও পদ ব্যবহার করে ফ্যাক আইডি, থানায় জিডি
