এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে আঞ্জুমানের রাস্তার স্থায়ী ব্যবস্থা চায় পুরাতন ডাকবাংলাবাসি। আঞ্জুমানে হেমায়েতে ইসলামের প্রতিষ্ঠান আঞ্জুমান সুপার মার্কেটের পিছনে পুরাতন ডাকবাংলা এলাকায় যুগ যুগ ধরে কয়েকশ পরিবার বসবাস করে আসছেন। আঞ্জুমানের ভিতর দিয়ে পায়ে হেঁটে চলাচলের সরু একটি রাস্তা থাকলেও বড় রাস্তা ও সংস্কারের অভাবে আজও ওই এলাকায় কোন একটি রিকশা পর্যন্ত ঢুকতে পারে না। ওখানে বহু বহুতল আবাসিক ভবনের মালিক ও খান্দানী পরিবারের সহ¯্রাধিক লোকের বসবাস। কোলে পিঠে করে প্রতিনিয়ত তাদেরকে দৈনন্দিনের বাজার ও রোগী বহন করতে হয়। আগুন লাগলেও ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোন রাস্তা সেখানে আজও পর্যন্ত হয়নি। এজন্যে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আঞ্জুমানে হেমায়েতে ইসলামের ভিতর দিয়ে পায়ে হেঁটে চলাচলের জন্যে যুগ যুগ ধরে যে রাস্তাটি রয়েছে সম্প্রতি উহাও সংকোচিত করে মাটি আটকানোর ছলে দেয়াল নির্মাণের মাধ্যমে বন্ধের পাঁয়তারা চলছে। বিষয়টি আঁচ করতে পেরে পুরাতন ডাকবাংলাবাসির অন্তরাত্মা কেঁপে ওঠে। জরুরিভিত্তিতে তারা রোকন চেয়ারম্যানের বাসা সংলগ্ন স্থানে বৃহস্পতিবার একটি বৈঠক করেন। বৈঠকে মুরুব্বি, যুবক, কিশোর ও ছাত্রসহ দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের লোকজন যোগদান করেন। অনেকেই বক্তব্যে তাদের চলাচল অসুবিধাসহ স্বাধীনতার ৫০ বছরেও ফুলপুরের মেইন টাউন সংলগ্ন ওই এলাকায় কাঙ্খিত উন্নয়ন না হওয়া বিষয়ে নানা সমস্যা তুলে ধরেন। সবশেষে তারা বলেন, আমাদের দাবি, আঞ্জুমানে হেমায়েতে ইসলামের ভিতর দিয়ে পুরাতন ডাকবাংলার দীর্ঘদিনের সংযোগ রাস্তাটি মুখে নয় বরং লিখিতভাবে সর্বসাধারণের চলাচলের জন্যে স্থায়ীভাবে উন্মুক্ত করে দিতে হবে। তানাহলে এ গণদাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রয়োজনে আন্দোলনে যাবো। এ বিষয়ে দাবি আদায়ের লক্ষ্যে কাজ করার জন্যে আলহাজ্ব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মুরুব্বিদের নিয়ে উপদেষ্টা কমিটি ও বাদশা আলমগীরের নেতৃত্বে আহ্বায়ক কমিটি নামে দুটি কমিটি গঠন করা হয়। আর তাদেরকে সহযোগিতার জন্যে যুবকরা সর্বদা পাশে থাকবে বলে জানায় যুবসমাজ। বৈঠকে আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও বাদশা আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, আব্দুর রহিম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নুরুল ইসলাস, রজব আলী মাস্টার, গোলাম কিবরিয়া দিদার মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, জাকির হোসেন জুয়েল, যুবকদের মধ্যে রনি, মাহফুজ, বাবু, নাদিম, তোফাজ্জল, রূপন প্রমুখ। উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির নেতারা জানান, প্রাথমিকভাবে পুরাতন ডাকবাংলাবাসির চলাচলে দুর্ভোগের বিষয়টি সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জোহরা, ওসি ইমারত হোসেন গাজী ও মেয়র আমিনুল হককে আহ্বান জানানো হবে। তারা বিষয়টি দেখে ব্যবস্থা নিবেন। তা নাহলে প্রয়োজনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর তারাকান্দাবাসির অভিভাবক শরীফ আহমেদ এমপির স্মরণাপন্ন হবেন বলেও তারা জানান। এ বিষয়ে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সভাপতি কাজী মাওলানা নুরুল হক বলেন, রাস্তা যেটা আছে সেটা থাকবেই। হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি বা বড় গাড়ি ঢোকার বিষয়ে আলোচনা সাপেক্ষে বলতে হবে।
ফুলপুরে আঞ্জুমানের রাস্তার স্থায়ী ব্যবস্থা চায় ডাকবাংলাবাসি
