এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে দেশের সনামধন্য বসুন্ধরা গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠের ১২তম জন্মদিন প্রাণবন্তকর ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুভসংঘ ফুলপুর শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সাড়া জাগানো তরুণ সাংবাদিক মোস্তফা খানের সঞ্চালনায় ‘আংশিক নয় পুরো সত্য’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জোহরা, ওসি ইমারত হোসেন গাজী, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর মুকুল (নিউ নেশন), সাংবাদিক সমিতির সভাপতি নুরুল আমিন (সংবাদ), হেলডস’র সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিও প্রমুখ। বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, কালের কণ্ঠ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। আমি পত্রিকাটির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করি। এসময় তিনি আরো বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদেরকে সমাজের দর্পনও বলা হয়। সাংবাদিকদের লেখনিতে অনেক কিছু হয়। তাই সাংবাদিকের কলমকে মিসইউজ করা যাবে না। যা সত্য তাই লিখতে হবে। কালের কণ্ঠ ইতোমধ্যে নানা সাড়া জাগানো নিউজ করে পাঠকের মন কাড়তে সক্ষম হচ্ছে। আমি পত্রিকাটির ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে সার্বিক উন্নতি কামনা করছি। এছাড়া তিনি আরো বলেন, কালের কণ্ঠে আমার অনেক বন্ধু-বান্ধব রয়েছেন। তাঁদের শক্তিশালী লেখা ও বস্তনিষ্ঠ সংবাদ পড়ে ভালো লাগে। এসময় তিনি কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও তার স্কুল ফ্রেন্ড বিশিষ্ট সাংবাদিক বাহরাম খানের লেখার ভূয়ুষী প্রশংসা করেন। এসময় সাপ্তাহিক ফুলতারা সম্পাদক মো. নাজিম উদ্দিন (যুগান্তর), খলিলুর রহমান (আমাদের সময়), এ টি এম রবিউল করিম (খোলা কাগজ), সিদ্দিকুল হাসান (সাপ্তাহিক ফুলপুর), এস এ ফারুক (আমার বার্তা), এম এ মান্নান (বাংলাদেশ প্রতিদিন), শাহ নাফিউল্লাহ সৈকত (যায়যায়দিন), জিয়াউর রহমান পান্না (শিক্ষা বার্তা), সেকান্দর আলী (দেশ বার্তা), কামরুল ইসলাম খান (নতুন সন্ধানে), স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান রাব্বি, সাখাওয়াত হোসেন প্রমুুখ উপস্থিত ছিলেন।
প্রাণবন্তকর পরিবেশে কালের কণ্ঠের ১২তম জন্মদিন পালন
