এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসায় সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করেছে। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর প্রতি মাসে রোগীর পরিসংখ্যানসহ বিভিন্ন সেবার উপর ভিত্তি করে তালিকা তৈরি করে। এরই অংশ হিসেবে এইচএসএস স্কোরের ভিত্তিতে এবার আমরা চতুর্থ স্থান পেয়েছি। এ বিষয়ে হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতীব দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসার নাজিমে তালীমাত হাফেজ মাওলানা ইলিয়াস আহমাদ বলেন, ডা. রাশিদুজ্জামান খান এই হাসপাতালের প্রধান হয়ে আসার পর থেকে সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসা, ওষুধ বিতরণ, ডাক্তারদের উপস্থিতি ও হাসপাতালের অবয়বগত সৌন্দর্য বাড়ার পাশাপাশি মসজিদেরও ব্যাপক উন্নতি হয়েছে। আগে Ranking -এর কোন নাম গন্ধই ছিল না। এবার উনার অক্লান্ত পরিশ্রমে এ বিষয়ে বিশাল অর্জন সম্ভব হয়েছে। আমি উনাকে ধন্যবাদ জানাই।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসায় বাংলাদেশে চতুর্থ
