এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে অরূপ রায় (২৬) নামে ওষুধ কোম্পানীর এক কর্মকর্তা আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। শনিবার রাত সোয়া ৭টার দিকে ছনকান্দা বাজার ও ফুলপুর থানা সংলগ্ন আব্দুল কাদির মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে। সে ওই বাসায় ভাড়ায় থাকতো। সে নুভিসটা ফার্মা লিমিটেডের ফুলপুর এলাকার এমআর ও দিনাজপুরের চিরিরবন্দ উপজেলার বল্লা বাড়িয়া খারি গ্রামের ঋষি কেষ রায়ের প্ত্রু।
জানা যায়, ফোন বন্ধ পেয়ে সহকর্মীরা খবর নিতে তার বাসায় এসে ভিতর থেকে দরজা বন্ধ পায়। পরে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে অরূপ রায়কে ফ্যানের হুকের সাথে ঝুলন্ত দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার ও ওসি ইমারত হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। কোম্পানির দেনা পরিশোধ করার চাপ সহ্য করতে না পারায় এ পথ বেছে নিয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। তবে নুভিসটা ফার্মা লিমিটেডের আরএসএম এটিএম মনিরুল হাসান চাপের কথা অস্বীকার করে বলেন, তাকে কোম্পানীর পক্ষ থেকে মানসিক কোন চাপ প্রয়োগ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অরূপ রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।