এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে নতুন বই পেল ৯৫ হাজার ৮শ ছাত্রছাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলপুর কিন্ডারগার্টেন স্কুলের কচিকাচা ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সোনামণিদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করেন। করোনায় ঘরে বসে পরা ছাত্রছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে। তারা আবারো স্কুলে ফিরে যেতে উদগ্রীব হয়ে উঠে। অভিভাবকদের দাবি যেন শীঘ্রই স্কুল ও মাদরাসাগুলো খুলে দেওয়া হয়।
ফুলপুরে নতুন বই পেল ৯৫ হাজার ৮শ ছাত্রছাত্রী
