এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরের মেয়ে এক সন্তানের জননী গামেন্টসকর্মী শান্তা (২৪) ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়াটে বাসায় আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় স্বামী ইমনকে (২৬) আটক করা হয়েছে। শান্তা ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারোয়ারি গ্রামের সুলতানের মেয়ে আর তার স্বামী ইমন একই উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামের আবুল কালামের পুত্র। জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনাদ হচ্ছিল না। মাস দেড়েক আগে গ্রাম্য শালিসির মাধ্যমে মীমাংসা হওয়ার পর তারা ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি গার্মেন্টসে কাজে যায়। পরে গতকাল শুক্রবার সকালে ওড়না দিয়ে নিজ কক্ষে ফাঁস টানায়। এরপর তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত বলে ঘোষণা করেন। ভালুকা থানার ওসি মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্বামী ইমনকে আটক করা হয়েছে আর শান্তার লাশ ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।