এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এমবিশন রেসিডেন্সিয়াল স্কুলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলের উদ্যোগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম রতন ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকলেছুর রহমান খান। সংবর্ধনা উপলক্ষে স্কুল মাঠে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান, শিক্ষক নেতা রিটা, স্কুলের পরিচালক মুকুল আহসান প্রমুখ।
ফুলপুরে ৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
