এম এ মান্নান :
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, টীম হিসেবে এই পুরস্কার আমাদের সবার। সরকারি কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ, জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০’ পায়। পুরস্কার পাওয়ার পর ডিসি মিজানুর রহমানকে জেলার সকল ইউএনও আজ শুক্রবার ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ইউএনওদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ১২ ডিসেম্বর ২০২০ তিনি ওই পুরস্কার পান। পরে আজ ১৮ ডিসেম্বর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, এই পুরস্কার বা সাফল্য টীম হিসেবে আমাদের সবার। আমরা সবাই করোনাকালীন আমাদের সেরাটা দিয়েছি বলেই আজ এ পুরস্কার পেয়েছি।
টীম হিসেবে এই পুরস্কার আমাদের সবার — ডিসি মিজানুর রহমান
