এম এ মান্নান :
অবশেষে জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম নির্বাচিত হলেন সাবেক নায়েবে মুহতামিম সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা ওয়াইজ উদ্দিন দামাত বারাকাতুহুম। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি কর্তৃক গঠিত ১৫ সদস্যের কমিটি, মজলিসে শূরা ও মাদরাসার শিক্ষকবৃন্দ আজ সোমবার বালিয়া মাদরাসায় দিনব্যাপী আলোচনার পর তাকে এ পদে নির্বাচিত করেন।
মুহতামিম নিয়োগ ও আভ্যন্তরিন বিষয়াদি নিয়ে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসির আন্দোলন, আলোচনা, সমালোচনা অনেক কিছু হয়েছে। এর মধ্য দিয়ে ‘কে হবেন বৃহত্তর ময়মনসিংহের শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান বালিয়ার মুহতামিম? এ প্রশ্নের উত্তর ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো।
মিটিংয়ে শায়খুল হাদীস মাওলানা এমদাদুল হক, শুরার সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মুহতামিম মাওলানা আইন উদ্দিন, শুরার সদস্য ইকরামুল হক তালুকদার, বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, সিনিয়র শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান মন্ডল, বুরহান উদ্দিন তালুকদার,
ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক,
বওলা কলেজের প্রিন্সিপাল আব্দুল বাতেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মাস্টার, এড. মিজানুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বালিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পাওয়ায় ফুলপুরে বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা তার সুযোগ্য নেতৃত্বে বালিয়া মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নসহ সকল প্রকার দ্বন্দ্ব-কলহের অবসান ঘটবে।