এম এ মান্নান :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৯ ব্যাচের ছাত্র জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহ কুতুব চৌধুরীর স্মরণে স্মৃতি চারণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে ফুলপুর বাসস্ট্যান্ডস্থ আঞ্জুমান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ড. এখলাস উদ্দিন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মরহুমের ব্যাচমেট পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্রত আলী, পয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, মরহুমের একমাত্র ছেলে ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজের ছাত্র ইফতেখারুল আলম দীপ্ত চৌধুরী প্রমুখ। এসময় এসএসসির ১৯৭৯ ব্যাচের প্রায় সকল বন্ধুরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
মরহুম শাহ কুতুব চৌধুরীর ৭৯’র ব্যাচমেটদের স্মৃতি চারণ ও দোয়া মাহফিল
