এম এ মান্নান :
শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হেলডস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক ও স্কাউট লীডার এবং রেড ক্রিসেন্টের ফুলপুর উপজেলা শাখার যুব প্রধান তাসফিক হক নাফিও। ফুলপুর পৌর শহরের শাপলা রোডস্থ কনের বাসায় সোমবার রাতে এই বিবাহ অনুষ্ঠিত হয়। এতে উভয় পরিবারের সদস্যসহ হেলডস্ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুলাহ আল সায়েম লিঠু, কো চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাফিও উপজেলার ছোট শুনই গ্রামের মোস্তফা কামাল ও ফজিলা খাতুনের গর্বিত সন্তান। চলতি ৭ ডিসেম্বর সোমবার রাতে ফুলপুর পৌর শহরের শাপলা রোড নিবাসী মো. আবু বকর ও মনোয়ারা বেগমের কন্যা জান্নাতুল ফেরদৌস স্বর্ণার সাথে তার শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। স্বর্ণা ময়মনসিংহ মুমিনুন্নেছা সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ও হেলডস ওপেন স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ এবং কাব স্কাউট লিডার। এই নব দম্পতির সুখ, সমৃদ্ধি ও উন্নত জীবন কামনা করে বিভিন্ন মহল থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। ব্যক্তিগতভাবে আমিও এই নব দম্পতির উভয় জাহানে সফলতা কামনা করছি।
শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্বেচ্ছাসেবক নেতা নাফিও
