এম এ মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ডিএস আলিম মাদরাসায় ৪তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ নভেম্বর শনিবার ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় যুব লীগের সদস্য প্রধান অতিথি জুয়েল আরেং এমপি। এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, মেয়র খায়রুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, ওসি, হালুয়াঘাট ডিএস আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, নড়াইলের আনোয়ার হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
হালুয়াঘাটে ডিএস আলিম মাদরাসায় ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
