রায়হানা আখতার
মাঝে মধ্যে কেন ওগো নয়ন ভিঁজে,
বুঝ কি হে মালিক? বুঝিনা নিজে।
কিছু কিছু লোকে আমায় করে নিন্দা,
আমি গরীব কুশ্রী বিশ্রী খাটো কালো,
মনকে বুঝিয়ে আমি মন রাখি জিন্দা।
মনে জ্বালিয়ে রাখি মনুষ্যত্বের আলো।
দুনিয়াটা লাগে অদ্ভুত ঘুটঘুটে আঁধার,
তবুও পথ চলতে হবে দম থাকা অব্দি
পথ যতই হোক কঠিনতম শত বাঁধার,
প্রয়োজনে কাটবো বাঁধার ডান বাঁ কব্জি।
দেখতে পারি, বলতে এবং চলতে পারি
বুঝতে ও শুনতে পারি-হোক অল্প।
তবুও যাদের চোখে আমি অচল ভারী
তাদের শুনাই, বলো কোন সে গল্প।
এই ছবিতে বাড়িয়েছি ফ্ল্যাশ লাইট
কালো দেখে কেউ না দেয় দা’য়ের কুপ,
লাইটে বাড়িয়ে করেছি ফেইস ব্রাইট,
হে মানুষ আমি তো বানাইনি আমার রূপ।