এম এ মান্নান :
কোভিড-১৯ মোকাবেলায় ১০টি প্রাথমিক বিদ্যালয়কে মাস্ক ও সাবান দিবেন ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর মুকুল। কোভিড-১৯ -এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় বিষয়ে ক্রিয়েটিভ টিচার্স ফোরাম ও আইসিটি টিচার্স ফোরামের সাথে আজ বৃহস্পতিবার দুপুরে ডিসির মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় প্রধান অতিথি ডিসি মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়া।
১০টি প্রাইমারি স্কুলকে মাস্ক ও সাবান দিবেন ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল
