এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বেকার যুবকদের মাঝ ঋণের চেক ও প্রশিক্ষণোত্তর সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা প্রশাসন ও যুুব উন্নয়ন অধিদপ্তর ফুলপুর শাখা এর আয়োজন করে। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। র্যালিশেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগ সভাপতি শশধর সেন, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ প্রমুখ। এসময় দুইজন বেকার যুবকের কর্মসংস্থানের লক্ষ্যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ২৫ জন করে দুই ব্যাচের ৫০ জন যুবককে প্রশিক্ষণোত্তর সনদ প্রদান করা হয়।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ফুলপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
