এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর থানার চৌকস এসআই আশরাফুল ইসলাম ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং অফিসার নির্বাচিত হয়েছেন। কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আজ শনিবার ময়মনসিংহে আয়োজিত অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ঘোষণা করা হয় এবং পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এসময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম(সেবা), সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল দীপক চন্দ্র মজুমদার, ওসি ইমারত হোসেন গাজী, পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান, কমিউনিটি পুলিশিং ফুলপুর থানার সভাপতি শশধর সেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলপুর থানার এসআই আশরাফুল ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার
