এম এ মান্নান :
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ময়মনসিংহের ফুলপুরে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার (২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর) মোট ৪১টি পূজামণ্ডপের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এসব মণ্ডপ পরিদর্শন করেন। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে হিন্দুরা তাদের পূজা উদযাপন করছেন বলে জানা গেছে। শনিবার রাতে ছনকান্দা বাজার পূজামণ্ডপ ও অষ্টমীখলা পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মোঃ আমিনুল হক, ওসি ইমারত হোসেন গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, সমাজসেবা অফিসার শিহাব উদ্দীন খান প্রমুখ।
ফুলপুরে ইউএনও’র পূজামণ্ডপ পরিদর্শন
