এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ‘এক নজরে প্রধানমন্ত্রী’ শিরোনামে অ্যাপ তৈরি করে সাড়া জাগানো ক্ষুদে কম্পিউটার বিজ্ঞানী আরাবী বিনতে শফিক শিফা মা কামরুন্নাহার ও বাবা শফিকুল ইসলামসহ এখন ঢাকায় রয়েছেন। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন শিফা। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে নগদ ৫০ হাজার টাকা ও কম্পিউটারসহ বিভিন্ন গিফট দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শিফাকে সহযোগিতা করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ক্ষুদে কম্পিউটার বিজ্ঞানী শিফা এখন প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায়
