এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় জন্মনিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

র্যালিশেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

সভায় ‘নাগরিক অধিকার করছে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র আমিনুল হক,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হাবিবুর রহমান,

মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. রাশিদুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।