এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে প্রাকৃতিক দুর্যোগ ‘বজ্রপাত’ মোকাবেলায় তালের আঁটি রোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের সুলতানের চৌরাস্তা টু মইশাউন্দা রাস্তায় কয়েকটি তালের আঁটি রোপন করে ওই কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এসময় বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব দেওয়ান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার, পীরজাদা নূরুল্লাহ হাফিজ্জি ও স্থানীয় বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি সৌদি প্রবাসী সেবা সংস্থা ‘মানবতার ফেরি’র সভাপতি কবি ও সাহিত্যিক আশরাফ উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। বালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার জানান, বালিয়া সুলতানের চৌরাস্তা টু মইশাউন্দা প্রায় ৪ কিলোমিটার রাস্তা।
ওই রাস্তার দুই পাশে দুই থেকে আড়াই হাজার তালের আঁটি রোপন করা হবে। স্থানীয় বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি সৌদি প্রবাসী আশরাফের সৌজন্যে এসব চারা সংগ্রহ করে ফ্রি বিতরণ করা হয়। ‘আর নয় নীরবতা, জেগে উঠুক মানবতা’ ও ‘এসো বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতের হাত থেকে দেশকে বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেক এলাকাতেই তাল গাছ লাগানো উচিৎ।