এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে রাকিব (রাব্বী) (১৩) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার হিফজ বিভাগের দ্বিতীয় তলায় ফ্যানের আংটার সাথে ঝুলে সে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাকিব ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। সে হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বিষুমপুর গ্রামের আব্দুশ শহিদ ও নূর বানুর ছেলে। এ্কই মাদরাসার ছাত্র বালাগুল ইসলাম, শাহাদাত হোসেন ও আমানুল্লাহ জানান, রাকিব সকালে মাদরাসার পাশের লজিং বাড়ি থেকে নাশতা খেয়ে এসে কানের ব্যথায় উপরে শুয়েছিল। প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী বলেন, আমি গোসল করতে গিয়েছিলাম। পরে এক ছাত্র দৌঁড়ে গিয়ে জানায় যে, রাকিব ফাঁস লইছে। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে জানতে চাইলে ওসি ইমারত হোসেন গাজী বলেন, ছেলেটির মা জানিয়েছে আগে থেকে তার কানে ব্যথা ছিল। কানের ব্যথা, পরিবারের চাপ ও মাদরাসায় পড়ার চাপে মেন্টালি সে এ কাজ করতে পারে। ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার জন্যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিন্তু দেওয়া হবে কিনা তা এখনো জানা যায়নি।
ফুলপুরে মাদরাসা ছাত্রের আত্মহত্যা
