এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুর থেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামে মামার বাড়ি বেড়াতে গিয়ে আবু বকর (২৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আবু বকর ফুলপুর বাসস্ট্যান্ডে সাইদুলের সাথে কসাইয়ের কাজ করতো। সে ফুলপুর পৌরসভার চরকাজিয়াকান্দা (জুগিরগুহা) গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জানা যায়, আবু বকর শনিবার সকালে হালুয়াঘাটের মনিকুড়া গ্রামে তার মামা কসাই এমারত হোসেনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে দুপুরে মামার বাড়ি সংলগ্ন সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফুলপুরে তার নিজ বাড়ি ও হালুয়াঘাটে মামার বাড়িতে শোকের মাতম চলছে। হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের আত্মীয় মোশাররফ বলেন, আবু বকর কিছুদিন আগে বিবাহ করেছিল। তার স্ত্রী ও মা-বাবা আছে তবে কোন সন্তানাদি নেই। আজ রবিবার সকাল ৯টায় জুগিরগুহা জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে।
হালুয়াঘাটে বজ্রপাতে নিহত ফুলপুর জুগিরগুহার আবু বকরের জানাজা সকাল ৯টায়
