এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে অল্পের জন্য রক্ষা পেল প্রায় অর্ধশত পরিবার। ফুলপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের দিউ বিসমিল্লাহ রোডে আজ রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মাসুক ডায়াগনোস্টিক সেন্টারের প্রোপ্রাইটর আলহাজ্ব সোলায়মান কবির খোকন বিশ্বাসের নিজস্ব তিনতলা বাসা বিসমিল্লাহ রোডে। ওই ভবনের নিচ তলায় স্কয়ার ভেটেরিনারীর সোহেল রানাসহ তিনজন কর্মকর্তা ভাড়ায় থাকেন। তাদের একজন কড়াই দিয়ে তরকারী গরমের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার চালু করে কাজে চলে যায়। এরপর ওই তরকারী গরম হয়ে কড়াই পুড়ে পুরা ভবন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখন ফুলপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল হালিমের নেতৃত্বে তাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। সিনিয়র ফায়ার ফাইটার শাহজাহানও তাদের সাথে ছিলেন। একই সঙ্গে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে বাড়িওয়ালার লোকজন টর্চ লাইট জ্বালিয়ে নিচ তলায় গিয়ে গ্যাসের চুলায় আগুন দেখতে পেয়ে চুলা বন্ধ করেন। ততক্ষণে পুরা এলাকায় আগুন আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও ওসি ইমারত হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসান ট্রাভেলসের এজেন্ট ও ব্যবসায়ী বিসমিল্লাহ রোডের বাসিন্দা মাহবুবুর রহমান মোস্তফা ও শাহাব উদ্দিন ড্রাগের প্রোপ্রাইটর হারুন অর রশিদের সাথে কথা বললে তারা জানান, বাড়িওয়ালা তখন দ্বিতীয় তলায় তার কক্ষে ছিলেন। বিষয়টি দ্রুত টের না পেলে তার তিনতলা ভবনসহ হয়তো আশপাশের কয়েকটি ভবনের প্রায় অর্ধশত পরিবারের লোকজন শারীরিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো।
ফুলপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে অল্পের জন্য রক্ষা পেল প্রায় অর্ধশত পরিবার
