এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে খরিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন সংলগ্ন খরিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আদায় করেন। সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী দুইজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দুটি ড্রেজার জব্দ করা হয়। জব্দ করা ড্রেজার দুটি ফুলপুর থানায় পুলিশ হেফাজতে নিয়ে রাখা হয়। জানা যায়, পরবর্তীতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও তহশিলদারের জিম্মায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করে ৭ দিনের মধ্যে উহা সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা বলেন,
নদী এবং নদী সংলগ্ন বালু সবই প্রাকৃতিক সম্পদ, জনগণের সম্পদ। ব্যক্তিগত সম্পদের মত এ সম্পদ ভোগ করার অধিকার কেহ রাখে না। তিনি আরো বলেন, নদীর যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছিলো তার প্রায় ১০০ থেকে ১৫০ গজের মধ্যে পয়ারী ইউনিয়ন পরিষদের মূল সড়কটির অবস্থান এবং স্থানীয় জনগণের কৃষি জমি ও বসতভিটা রয়েছে। এ ধরনের বালু উত্তোলনের কারণে নদীর পাড় ক্রমাগত ভাঙনের সম্মুখীন হয়ে সড়ক ও আশপাশ এলাকা হুমকির মুখে পড়বে। তাছাড়া ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে খড়িয়া নদীর উপর আমুয়াকান্দা ব্রিজটি এর প্রায় এক কিলোমিটারের মধ্যেই। কোন অসাধু মহলের ব্যক্তিগত স্বার্থে জনগণের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না। প্রশাসন এ ব্যাপারে সতর্ক রয়েছে। জনগণকেও আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। সবশেষে এ চৌকস অফিসার বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফুলপুরে খরিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় লক্ষ টাকা জরিমানা
