এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা মডেল ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। রবিবার তিনি মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করেন। উপজেলা ক্যাম্পাসের ভিতরে বর্তমান জামে মসজিদের স্থানেই মডেল মসজিদটি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। মসজিদটি নির্মাণে প্রায় ১২ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে বলে জানা গেছে। মসজিদ নির্মাণ স্থান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির প্রতিনিধি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ প্রমুখ।
ফুলপুরে উপজেলা মডেল মসজিদের স্থান পরিদর্শন
