এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর কাঁচাবাজার টু পুরাতন ডাকবাংলা রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি তলিয়ে যায়। কর্দমাক্ত হয়ে যায় পুরা বাজার। কোথাও শান্তিতে দাঁড়িয়ে কেনাকাটা করা যায় না। পরিস্কার কাপড় নিয়ে বাজারে গেলেও ফেরত আসতে হয় কাদা লাগিয়ে। চামড়ার জুতা পরে ওখানে দাঁড়ানোর কোন ব্যবস্থা নেই বললেই চলে। পান দোকানদার মুকসেদ বলেন, কাদার কারণে আমাদের দোকানে ক্রেতা আসতে চায় না। বেঁচাকেনাও কম হয়। সবজি দোকানদার ফয়জুদ্দিন বলেন, বাবারে এইডা আর কয়েন না। একদিন বৃষ্টি অইলে সাতদিনেও শুকায় না রাস্তা। কাদার মধ্যে বইয়া থাকতে নিজেরই কষ্ট অয়। মাইনসের কথা আর কি কইয়াম। মানুষ এইনো আইয়া খাড়ইতেই ফারে না। তে জিনিসপত্র কিনব কেমনে? বৃষ্টি বাদলে বিহিকিনি আমরার কমই অয়। মনোহারী দোকানদার শরীফ বলেন, এই রাস্তাডা আইজ এক বছর ধইরা খালি অইবো অইবো কইরা অইতাছে না। রাস্তাডা জরুরি অওয়া দরহার। এর লাইগ্যা আমরা কষ্টে আছি। এ ব্যাপারে জানতে চাইলে মেয়র আমিনুল হক বলেন, ভাই, আমি বর্তমানে ঢাকায় আছি। ডাক্তার দেখাতে এসেছি। তবে রাস্তাটি টেন্ডার হয়ে গেছে। আগামী ১৫/২০ দিনের মধ্যেই জরুরিভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
ফুলপুর বাসস্ট্যান্ডের কাঁচাবাজার টু পুরাতন ডাকবাংলা রাস্তার বেহাল অবস্থা
