এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হকের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ২টায় পৌরসভার কনফারেন্স রুমে ওই দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরদের আয়োজনে কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইন-চার্জ ইমারত হোসেন গাজী। তিনি বলেন, মেয়র আমিনুল হক আমাদের খুবই কাছের একজন মানুষ। তিনি সবসময়ই মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসেও তাকে থামাতে পারেনি। কিন্তু আজ বেশ কদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে আমরা মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, সেজন্য আমরা সবাই দোয়া করব। এছাড়া পৌরসভার প্যানেল-২ মেয়র শফিকুল ইসলাম, সচিব আবদুল মোতালেব, সহকারি পৌর প্রকৌশলী পঙ্কজ কুমার পাল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, কাউন্সিলর বেগম ফেরদৌসী, নুরুল আমিন, ইউনুছ আলী, মোশারফ হোসেন, হালিমা খাতুন, শিউলী, লিজা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল প্রমুখ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পৌরসভার ইমাম হাফেজ মাওলানা অলীউল্লাহ। উল্লেখ্য, এর আগে শুক্রবারেও ময়মনসিংহের ডিসি মিজানুর রহমান ও ফুলপুর পৌর মেয়র আমিনুল হকের রোগমুক্তির লক্ষ্যে কুরআন খতম করে হেলডস- এর উদ্যোগে দোয়া করা হয়েছে।
ফুলপুর মেয়র আমিনুল হকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
