এম এ মান্নান :
কক্সবাজার জেলার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিয়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ফুলপুর সরকারি কলেজ রোডস্থ ড্রীম হলিডে ইন্টারন্যাশনাল স্কুলে ডিফেন্স এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম (অব:)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম (অব:), সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আতাউর রহমান (অব:), সার্জেন্ট মোঃ মোশাররফ হোসেন (অব:) প্রমুখ। সভাপতির বক্তব্যে ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম (অব:) বলেন, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশের যে কোন ক্রান্তিলগ্নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। এখন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুকে কেন্দ্র করে এই দুই ঐতিহ্যবাহী বাহিনীর মধ্যে কোন রকম ফাটল যেন সৃষ্টি না হয় সেদিকে সকল সদস্যকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, মেজর সিনহার বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আমরা এ কমিটির প্রতি শ্রদ্ধাশীল। তারা স্বাধীনভাবে কাজ করুক। বিষয়টি বিচারাধীন রয়েছে। এ নিয়ে আমরা কোন কিছু বলব না। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এ সময় আরো উপস্থিত ছিলেন, সার্জেন্ট মোঃ এনামুল হক লোহানী (অব:), সার্জেন্ট মোঃ মোনায়েম হোসেন খান (অব:), সার্জেন্ট মোঃ নজরুল ইসলাম (অব:), সার্জেন্ট মোঃ মনোয়ার হোসেন (অব:), নৌবাহিনীর কর্পোরাল মোঃ মিজানুর রহমান (অব:) প্রমুখ।
মেজর সিনহার মৃত্যু নিয়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়ে ফুলপুরে দোয়া মাহফিল
