এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরের ৫ বিসিএস ক্যাডারকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করালেন চৌকস ওসি ইমারত হোসেন গাজী। আজ বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ কার্যালয়ে এ মিষ্টিমুখ করানো হয়।
৩৮ তম বিসিএস -এ সুপারিশপ্রাপ্ত ফুলপুরের এই ৫ বিসিএস ক্যাডাররা হলেন, শিক্ষায় ফুলপুর সদর ইউনিয়নের কাকড়ারচর গ্রামের ইমাম উদ্দিনের কন্যা মাবিয়া বিনতে বিথি, ফুলপুর পৌরসভার দিউ গ্রামের রাইসমিল মালিক আবুল কাশেম মন্ডলের ছেলে রাসেল আহমেদ ও ভাইটকান্দি ইউনিয়নের জাহাঙ্গীর আলম। তারা তিনজনই শিক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অডিট অ্যান্ড একাউন্টস-এ রহিমগঞ্জ ইউনিয়নের হরিণাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আলী আহমেদ দুদুর ছেলে ফুলপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আহমেদের ছোটভাই শেখ রোকন আহমেদ এবং কৃষিতে পুলিশের এসআই রহিমগঞ্জ ইউনিয়নের নিজ আশাবট গ্রামের হাজী গিয়াস উদ্দিনের ছেলে মওদূদ আহমেদ ঝুমন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ঈদ উপলক্ষে এসব গুণীদের সামান্য কদর করার লক্ষ্যে ওসি ব্যতিক্রমী এ আয়োজন করেন। কেননা, তিনি জানেন, যে দেশে গুণীর কদর করা হয় না, সে দেশে আর গুণী জন্মায় না। তিনি চান ফুলপুরে আরো এ ধরনের ক্যাডারের জন্ম হোক। ওসির আপ্যায়ণে মুগ্ধ হন ক্যাডাররা। তারা তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ফুলপুরের ৫ বিসিএস ক্যাডারকে ঈদ শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করালেন ওসি
