এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে স্বত:স্ফূর্তভাবে Wear Your Mask Campaign অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক, আইসিটি শিক্ষক ফোরাম, ব্যবসায়ী ও এনজিওসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ ক্যাম্পেইন বাস্তবায়নে অংশ নেন। ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক, ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক, অলি গলি, হাট বাজার ও মেইন মেইন পয়েন্ট থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষকে কোভিড-১৯ বিষয়ে নতুন করে আবারো সচেতন করা হয় এবং তাদের মাঝে মাস্ক ব্যবহারে আবারো জাগরণ সৃষ্টি করে পথচারীর মাঝে বিনামূল্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং ও মোবাইল কোর্টও অনুষ্ঠিত হয়েছে। মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০জনকে বিভিন্ন হারে মোট ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের দিক নির্দেশনায় ও টীম ময়মনসিংহ -এর উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু করে দিনব্যাপী ফুলপুরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র মো. আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ হাকিম সরকার, ওসি ইমারত হোসেন গাজী, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ফুলপুর ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা আব্দুল হালিম, প্রশিক্ষক ফায়ার ফাইটার শাহজাহান, ওপেন স্কাউট গ্রুপ লীডার তাসফিক হক নাফিও প্রমুখ।
ফুলপুরে স্বত:স্ফূর্তভাবে Wear Your Mask Campaign অনুষ্ঠিত
