রাকিবুল ইসলাম মাহফুজ :
চির নিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলী বুদু (৮০)। তিনি ২২ জুলাই বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরে ঢাকা থেকে তার মরদেহ আনার পর ওইদিনই মাগরিবের নামাজের পর নিজ বাড়ি বোররচর বার্তীপাড়া গ্রামে নামাজে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, ময়মনসিংহ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আমানুল ইসলাম জলিল, বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান প্রমুখ।
শওকত আলী বুদুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি একজন কর্মঠ ও দূরদর্শী চেয়ারম্যান ছিলেন। এলাকা উন্নয়নে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকার পাশাপাশি তিনি মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠাসহ হাজী শওকত আলী বুদু নামে একটি কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মহল থেকে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এক শোক বাণীতে বলেন, চেয়ারম্যান শওকত আলী বুদু তার এলাকা উন্নয়নে যে অবদান রেখে গেছেন বোররচরবাসী তা স্মরণ রাখবে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, শওকত আলী বুদু একজন দূরদর্শী নেতা ছিলেন। তার মৃত্যুতে বোররচরবাসী তথা ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।
চির নিদ্রায় শায়িত হলেন ইউপি চেয়ারম্যান শওকত আলী বুদু
