এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বন্যা কবলিত এলাকায় ত্রাণ করলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। আজ শুক্রবার বিকালে তিনি ত্রাণ বিতরণ করেন। জানা যায়, টানা কয়েকদিনের বর্ষণে ও পাহাড়ি ঢলের কারণে ফুলপুরের নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেক ঘর বাড়ি ও রাস্তা ঘাট তলিয়ে গেছে। কবলিত এলাকার মানুষের দুর্ভোগের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ওইসব এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে। সিংহেশ্বর ইউনিয়নের বায়রাখালী ঘাট থেকে যাত্রা শুরু করেন তিনি। সরচাপুর ঘাট পর্যন্ত পুড়া পুটিয়া, তালুকদানা ও ধনারভিটাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তার চোখে পড়ে মানবেতর জীবন যাপনকারী বেশ কিছু মুখ। তখন তিনি তাদের মাঝে কিছু ত্রাণ বিতরণ করেন। ১০ কেজি করে ৮০ জন মানুষের মাঝে চাল দেন তিনি। এসময় পানি বেয়ে অনেক মহিলা পুরুষকে ত্রাণ নিতে আসতে দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, গিয়েছিলাম সিংহেশ্বর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির জন্য কিছু মানুষ মানবেতর জীবনযাপন করার দৃশ্য স্বচোক্ষে দেখে এলাম। তিনি বলেন, পানি এই বাড়ে তো এই কমে। তাই আপাতত: পানি নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তারপরও সরকারের পক্ষ থেকে এসব মানুষের পাশে আমরা আছি, পাশে থাকবো। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব, ওপেন স্কাউট গ্রুপের লীডার তাসফিক হক নাফিও প্রমুখ।
ফুলপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন ইউএনও
