এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। জুম অ্যাপের মাধ্যমে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এর আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। এরপর মৎস্যচাষীদের উদ্দেশ্যে তিনি বলেন, নীতিমালা অনুসরণ করে আপনারা মৎস্য ব্যবসাটা করবেন। কারণ, আপনাদের অপরিকল্পিত পুকুর খননের ফলে জলাবদ্ধতায় বহু মানুষ কষ্টে রয়েছেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, তারাকান্দা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ফুলপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হারুন-অর-রশিদ, জলী আক্তার সুলতানা, মোকামিয়া গ্রামের মৎস্য চাষী বদরুজ্জামান, ফজলুল হক, জেলে মুজিবুর রহমান, ভাইটকান্দি মারাদেওরা গ্রামের মৎস্যচাষী আতর আলী, জেলে আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন
