সাগর তালুকদার
ময়মনসিংহের ফুলপুরে ও তারাকান্দায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে তারাকান্দা জাতীয় পার্টির উপজেলা শাখার আয়োজনে তারাকান্দা প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মুহাব্বতপুর মাদ্রাসার মুহতামিন মাওলানা আবুল বাসার।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মাসুদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমদাদুল হক খান, সহ-সভাপতি আবু-বক্কর ছিদ্দিক, তারাকান্দা সদর ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান, কামারিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
এদিকে, ফুলপুরেও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ফুলপুর উপজেলা শাখার সদস্য সচিব এনায়েত হোসেন মন্ডল, জাপা নেতা জুলহাস উদ্দিন আহামদ, কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা নূর মুহাম্মদ নূরু প্রমুখ। ছবি : তারাকান্দা অনুষ্ঠানের।
ফুলপুর ও তারাকান্দায় সাবেক প্রেসিডেন্ট এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
