এম এ মান্নান :
আয়া সোফিয়া মসজিদ খুলে দেওয়ার পর এরদোয়ান একটি টুইটার পোস্ট দেন।
রিসেফ তাইয়্যেব এরদোয়ান বলেন:”আয়া সুফিয়া মসজিদ খুলে দেওয়া আমাদের মুসলিমদের জন্য এই সুসংবাদ বয়ে আনে যে, অচিরেই আমরা বায়তুল মুকাদ্দাস বিজয় করব। আয়া সোফিয়া মসজিদ পুনরুদ্ধারের অর্থ হচ্ছে, ইনশাআল্লাহ আমরা মুসলিমরা অচিরেই পৃথিবীর সমস্ত অন্ধকার আর নির্যাতন থেকে বেরিয়ে আসবো। আয়া সোফিয়া মসজিদ ফিরে পাওয়া শুধু মুসলিমদের জন্যই প্রশান্তির কারণ নয় বরং এটি জালিম আর দাম্ভিকতা পোষণকারীদের জন্য এক ভীতিসন্ত্রস্তকরণ। আয়া সোফিয়া মসজিদ পুনরুদ্ধার মানে হচ্ছে, বোখারা থেকে আন্দুলুস পর্যন্ত মুসলিমদের শান্তির বার্তা। আয়া সোফিয়া মসজিদ পুনরুদ্ধার অর্থ হচ্ছে, সুলতান মুহাম্মদ ফাতিহ রাহিমাহুল্লাহর আমানত রক্ষা করা। আলহামদু লিল্লাহ, আজ ৮৬ বছর পর সেখানে আজান হয়েছে। আল্লাহর ইচ্ছায় তুরস্ক তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেই এবং এই মুবারক রাস্তায় আমরা চলব এতে কারো রক্তচক্ষু আমাদের থামাতে পারবে না।” — সংগৃহীত।