এম এ মান্নান
মাটির সাথে গল্প করি, মাটি আমার সই। প্রজাপতির উড়াউড়ি
মুগ্ধ চেয়ে রই। আমরা সুরে সুরে তোমার কথা কই,
আমরা একসাথে সিজদায় নত হই। পাখি আমার ভীষণ আপন,
মিষ্টি সুরের গান, বৃষ্টি নেমে জুড়ায় আমার প্রাণ। পাখির সাথে নদীর সাথে বন্ধু হয়ে রই।
চাঁদ যে আমার লিখার খাতা, নিত্য লিখে যাই, আকাশ নীলে যায় হারিয়ে, হাঁটি তারায় তারায়। চাঁদের সাথে তারার সাথে, তোমার কথা কই।
সংগৃহীত হামদ।
মাটির সাথে গল্প করি
