এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আব্দুল্লাহ আল ইল্লালকে
সভাপতি ও আবুল হাসান মানিককে
সাধারণ সম্পাদক করে ফুলপুর পৌর কৃষকদলের একান্ন সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকাল তিনটায় পৌরসভার গ্রীণ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। সম্মেলনে আক্কাস আলী মন্ডলকে সিনিয়র সহ-সভাপতি, হেলাল উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুস সালামকে সাৎগঠনিক সম্পাদক করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাৎগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, আলতাফ হোসেন আকন্দ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এবিএম আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।
ফুলপুর পৌর কৃষকদলের কমিটি গঠন, ইল্লাল সভাপতি, মানিক সম্পাদক
