এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে আরডিএস ক্ষমতায়ন প্রজেক্ট কর্তৃক আয়োজিত স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদন সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযুক্ত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী। এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কায়সার জামিল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস। উপস্থাপনায় ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী উজ্জল কুমার দত্ত রায়।
ফুলপুরে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সংযুক্ত বিষয়ক কর্মশালা
