এম এ মান্নান
ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএইচসিপিদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। তিন মাসব্যাপী প্রশিক্ষণশেষে আজ মঙ্গলবার দুপুরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে তাদের মাঝে এসব সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক আবুল কাসেম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার সিভিল সার্জন একেএম আব্দুর রব, মাষ্টার ট্রেইনার সিবিএইচসি মোঃ ইয়াসিন আলী, ফ্যামিলি প্ল্যানিং এর ডেপুটি ডিরেক্টর ডাঃ আবু তাহা মোঃ এনামুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ নিতাই চন্দ্র ভৌমিক, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্য্য, আবসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, ডেন্টাল সার্জন ডাঃ শাশ্বতী সাহা (সিসি ফোকাল পার্সন) প্রমুখ। প্রশিক্ষণে বারটি উপজেলার চব্বিশজন নতুন স্টাফ অংশগ্রহণ করেন।
ফুলপুরে সিএইচসিপিদের মাঝে সনদ বিতরণ
