এম এ মান্নান
কারেন্টে পুড়ে পঙ্গুত্ব বরণকারী মো. ইয়ামিন সরকারের সহযোগিতা চায়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার শালাইপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মালেকের পুত্র। 2014 সনে নিজ বাড়িতে কারেন্টের নতুন লাইন সংযোগ দেওয়ার সময় হঠাৎ কারেন্ট চলে আসলে সে বিদ্যুতায়িত হয়। এতে তার দুই হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গহানি হয়। চিকিৎসার এক পর্যায়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হওয়ার পাশাপাশি দুটি হাত কেটে শারীরিকভাবেও সে পঙ্গু হয়ে যায়। এরপর থেকে তাকে খাওয়া দাওয়া ও পেশাব পায়খানাসহ সকল কাজে সহযোগিতা দিয়ে যাচ্ছেন জন্মদাতা পিতা আব্দুল মালেক। মালেককে নিয়ে দেশ থেকে দেশান্তরে ভিক্ষা করে বেড়াচ্ছেন ইয়ামিন। সে সরকারের পক্ষ থেকে পঙ্গু ভাতা পেলেও তা দিয়ে তার সংসার চলে না। ফলে তাকে ভিক্ষাবৃত্তিতে জড়াতে হয়েছে। ইয়ামিন ঘরে বসে তার জীবন জীবিকার সুন্দর একটা সমাধান চায়। এ ব্যাপারে সে সরকারের সহযোগিতা চায়।
কারেন্টে পুড়ে পঙ্গু ইয়ামিন সরকারের সহযোগিতা চায়
