এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দুই পালকপুত্রের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার রহিমগঞ্জ ও পয়ারী ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোর বিদ্যুৎপৃষ্টে মারা যায়। সে ওই গ্রামের রফিকুল ইসলামের পালক পুত্র।
অপরদিকে, একই সময়ে উপজেলার পয়ারী ইউনিয়নের গড়পয়ারী গ্রামে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের ফাঁসিতে মৃত্যু হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল মজিদের পালক পুত্র। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ারের ব্যাপারে ফুলপুর থানায় একটি অপমৃত্যু মামলা (নং ৩১) হয়েছে।
ফুলপুরে দুই পালকপুত্রের অপমৃত্যু
