এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৫২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও ৭জন আহত হয়েছেন। উপজেলার ইমাদপুর বড় মসজিদ সংলগ্ন স্থানে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রী ভর্তি একটি কোস্টার ফুলপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এর পিছনে দ্রুতগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে কোস্টারের সাথে ধাক্কা খায়। এ সময় পাশের আরেকটি মোটর সাইকেলের সাথে ধাক্কায় ৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত উপজেলার ইমাদপুর গ্রামের নির্মাণ শ্রমিক সুরকি ভাঙার মেশিনের ড্রাইভার আবুল হোসেন (৫২), কাড়াহা গ্রামের নয়ন মিয়া (১৬), একই গ্রামের রাইসুল (১২), ও কাতুলি গ্রামের রিয়াদ (১২)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে আবুল হোসেন মারা যান। অবশিষ্ট আহতরা হলেন, উপজেলার বাখাই গ্রামের তানজিনা আক্তার (২৪), বাঁশতলা গ্রামের আবু সাঈদ (২২), ফুলপুরের পারভীন (৩৫) ও ঘোমগাঁওয়ের আতিকুল হাসান (২২)। এদেরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারাত্মক আহতদের ময়মনসিংহে রেফার করা হয়েছে।
ছবিতে: আহত আতিকুল হাসান।
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
