এম এ মান্নান :
ছেলে ধরা গুজবে কান না দিতে ও গুজব ঠেকাতে ময়মনসিংহের ফুলপুর ওসি ইমারত হোসেন গাজী সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওসির নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মুকুল, সহ-সভাপতি নুরুল আমিন, খলিলুর রহমান, যুগান্তর প্রতিনিধি ও সাপ্তাহিক ফুলতারা সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। এর আগে ওসি উপজেলার বিভিন্ন হাটবাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করিয়েছেন। বক্তব্যে ওসি বলেন, পদ্মা সেতুর জন্য ছেলে ধরে নেওয়া, গলা কাটা, গলা কাটার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা এগুলো সম্পূর্ণ গুজব। গুজবে কেহ কান দিবেন না। ফুলপুর থানা এলাকাসহ সমগ্র বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী এসব গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এটা দন্ডনীয় অপরাধ। গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে তিনি সকলের প্রতি আহবান জানান। ওসি আরো বলেন, এলাকায় কোন সন্দেহভাজন অপরিচিত ব্যক্তি দেখা গেলে সঙ্গে সঙ্গে ফুলপুর থানায় ০১৭১৩৩৭৩৪৩৭ নাম্বারে অথবা ৯৯৯ নাম্বারে যোগাযোগ করুন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। আসুন, আমরা সবাই মিলে গুজবকে না বলি। গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, সাইফুল ইসলাম বাবুল, মোস্তফা খান, এম এ মোতালেব সরকার, ইয়াকুব আলী, সেলিম রানা প্রমুখ।
ফুলপুরে গুজবে কান না দিতে ওসির সংবাদ সম্মেলন
