এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বানভাসীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ত্রাণ বিতরণ করেছেন। উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নে সঙ্গীয় নেতানেত্রীদের নিয়ে শনিবার দিনব্যাপী দুটি বড় নৌকায় করে ঘুরে ঘুরে ত্রাণ হিসেবে তিনি চাল ও শুকনো খাবার বিতরণ করেন এবং এলাকার ভাঙা রাস্তাঘাট, প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্তের দৃশ্য স্বচক্ষে অবলোকন করেন। এ সময় তিনি বাইনজান, বাইশকাহনিয়া গ্রামের মন্নাছ আলীর বাড়ি ও রইছ উদ্দিনের বাড়ি, রামসোনা গ্রামের তেঁতুলতলা বাজার, লাউয়ারি গ্রামের সালামের বাড়ি, নয়াপাড়া গ্রামের ঈদগাহ মাঠ, গাবতলা বাজার সংলগ্ন মইজ উদ্দিনের বাড়ি, পুরাপুটিয়া মালিঝিকান্দা শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, বাইরাখালী রাজঘাট, আফাজ মেম্বারের বাড়ি ও পুটিয়া বাজার সংলগ্ন স্পটসহ মোট ১০টি স্পটে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, ওসি ইমরাত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, সাবেক মেয়র শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ছনধরা ইউপি চেয়ারম্যান উবায়দুল হক, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলপুরে বানভাসীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ
