এম এ মান্নান
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতদিন ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন মাহমুদ হাসান। রবিবার বিকাল পর্যন্ত তার বদলি বিষয়ে কোন আদেশ দেয়া হয়নি। মাহমুদ হাসান বর্তমানে ঢাকায় ডিসি সম্মেলনে অংশ নিয়ে সেখানেই আছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান
