এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার সীমানাঘেঁষে বয়ে যাওয়া কংশের ভাঙনমুখে পড়েছে ফুলপুরের ঐতিহ্যবাহী বাঁশতলা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ডেফুলিয়া বাজার, হাসপাতাল, বাড়িঘর ও মসজিদ মাদরাসাসহ অনেক প্রতিষ্ঠান।এসব প্রতিষ্ঠান রক্ষার উপায় খুঁজছে এলাকাবাসি। বর্তমানে সরকারি উদ্যোগে কংশ নদী খনন কাজ চলছে। সুযোগ এসেছে কংশকে তার মূলস্থানে ফিরিয়ে নেওয়ার। যদি তা করা যায় তবেই রক্ষা পেতে পারে এসব প্রতিষ্ঠান ও স্থাপনা। এ বিষয়ে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ডেফুলিয়া বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল। সভায় ফুলপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকা সভাপতিত্ব করেন। এ সময় বাঁশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক ইউপি মেম্বার লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
কংশের ভাঙনমুখ থেকে বাঁশতলা স্কুল রক্ষার লক্ষ্যে আলোচনা সভা
