এম এ মান্নান
ময়মনসিংহ বুক সেন্টার পরিচালনা পরিষদের সদস্য কবিরুল ইসলাম (৫৮) আর নেই। তিনি একজন সংবাদপত্রসেবী মানুষ ছিলেন। কবির ১ জুলাই সোমবার সকাল সাড়ে ৭টায় নগরীর বাঘমারাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, বৃদ্ধা মা, তিন ভাই ও চার বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর নগরীর চরপাড়াস্থ জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ভাটিকাশর গোরস্থানে পিতার কবরের পাশেই তাকে দাফন করা হয়। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ ও সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, কবিরুল ইসলাম ময়মনসিংহে প্রথম সংবাদপত্রের এজেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সালামের ৪র্থ পুত্র।
তার মৃত্যুতে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ এফ এম আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও দৈনিক ময়মনসিংহ সম্পাদক এম এ মান্নানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
ময়মনসিংহ বুক সেন্টার পরিচালনা পরিষদের সদস্য কবিরুল ইসলাম আর নেই
