এম এ মান্নান
ঈদগাহ মাঠ থেকে বান্দাহ গুনাহমুক্ত হয়ে বাড়ি ফিরে। শুধু তাই নয়, বান্দার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়। এতে বান্দা খুশি হয়। এজন্য বলা হয় ঈদ অর্থ খুশি। বুধবার ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে প্রথমবারের মত পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজপূর্ব বয়ানে ঈদগাহ মাঠের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, ঈদগাহ মাঠ থেকে বান্দাহ গুনাহমুক্ত হয়ে বাড়ি ফিরে। আর মুমিনের সব দোয়া কবুল হয়। যেটা দুনিয়ার জন্য মঙ্গলজনক সেটা দুনিয়াতে কবুল হয় আর যেটা দুনিয়ার জন্য মঙ্গলজনক নয় সেটা আখেরাতের জন্য কবুল হয়। মোট কথা বান্দার কোন দোয়াই বৃথা যায় না। বাসস্ট্যান্ড জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ফুলপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা ময়দানে। সম্প্রতি ঈদের নামাজের সময় বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমুয়াকান্দা বাজার জামে মসজিদ, ফুলপুর উপজেলা জামে মসজিদ ও ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনাসহ বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।
ঈদগাহ মাঠ থেকে বান্দাহ গুনাহমুক্ত হয়ে বাড়ি ফিরে — হাফেজ মাওলানা মাইন উদ্দিন
